শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অর্থবছরের প্রথম প্রান্তিক : কৃষিপণ্যের রফতানি প্রবৃদ্ধি ২১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৭, ৮:৩৭ পিএম

কৃষিপণ্যের রফতানি আয় বেড়েছে। বছরের শুরু থেকেই রফতানি আয়ে ভাল করছে কৃষি খাত। চলতি (২০১৭-১৮) অর্থবছরের প্রথম প্রান্তিকে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, বছরের প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর) এ খাতের আয় হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ শতাংশ বেশি। একই সঙ্গে আগের (২০১৬-১৭) অর্থবছরে একই সময়ের তুলনায়ও আয় বেড়েছে বা প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৯৪ শতাংশ। ইপিবি সূত্র জানায়, শেষ হওয়া (২০১৬-১৭) অর্থবছরে কৃষিপণ্য রফতানিতে আয় ছিল ৫৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার। আর চলতি অর্থবছরে এ খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। দেশের রফতানি হওয়া কৃষিপণ্যের মধ্যে রয়েছে চা, সবজি, মসলা, ফল, ফুল ও শুকনো খাবার ইত্যাদি
প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে চা রফতানিতে ১১ লাখ ৯০ হাজার ডলার আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৬ লাখ ৮০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ দশমিক ৮৬ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে প্রথম প্রান্তিকে চা রফতানি হয়েছিল ৬ লাখ ডলার।
জুলাই-সেপ্টেম্বর মেয়াদে সবজি রফতানিতে ১ কোটি ৯০ লাখ ২০ হাজার ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ সময়ে আয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫২ শতাংশ কম। তবে আগের অর্থবছরের প্রথম ৩ মাসের তুলনায় এ খাতের রফতানি আয় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তিন মাসে ফল রফতানিতে আয় হয়েছে ১৬ লাখ ৪০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৪১ দশমিক ৬৭ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮২ দশমিক ৩৫ শতাংশ বেশি। আলোচ্য সময়ে মসলাজাতীয় পণ্য রফতানিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার ডলার, আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪০ হাজার ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৭৮ শতাংশ বেশি। একই সঙ্গে গত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৩ মাসের মসলাজাতীয় পণ্য রফতানি আয়ের তুলনায় চলতি বছরের প্রথম ৩ মাসের আয় ৫৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৩ মাসে শুকনো খাবার রফতানিতে আয় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ১৩ দশমিক ৯৩ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের আয়ের তুলনায় ৮৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে রফতানি আয় হয়েছিল ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ডলার।
অর্থবছরের প্রথম প্রান্তিকে অন্যান্য কৃষিপণ্য রফতানিতে আয় হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় দশমিক ৫৩ শতাংশ কম। একই সঙ্গে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের আয় ৪ দশমিক ৩৬ শতাংশ কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন