শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ন্যায়ভিত্তিক সমাজ গড়তে বিএনপির ভিশন-২০৩০

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে দুর্নীতি-দুঃশাসন চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থান থেকে বেরিয়ে অংশীদারিত্বমূলক সামাজিক ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে ‘রূপরেখা-২০৩০’ ঘোষণা করেছেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘অংশীদারিত্বমূলক সামাজিক ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা বিএনপির লক্ষ্য। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল উন্নয়নের চাবিকাঠি।’

তিনি অভিযোগ করেন, ‘দেশে গণতন্ত্র নেই, বৈধ সরকার নেই, সুশাসন নেই, ন্যায় বিচার নেই, নারীর সম্মান ও মানবাধিকার বিপন্ন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নেই। জাতিকে উশৃঙ্খল, দিশেহারা করা হয়েছে। জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। সকল স্তরে শৃঙ্খলা ফেরাতে হবে। বিএনপির পরম গৌরবের বিষয় হচ্ছে শহীদ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছেন।’

খালেদা জিয়া বলেন, ‘শুধু বিএনপিই পারে ইতিবাচক এবং ভবিষ্যত রাজনীতি করতে। এটা শুধু কথার কথা না। আমরা যা করি তা বাস্তবায়ন করি। আমরা বিনামূল্যে ঘরে ঘরে চাকরির কথা বলে মিথ্যা আশ্বাস দেই না।’

বিএনপি বিরোধী দলে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছে উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, ‘জাতিকে পেছনে ঠেলে দেয়া নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে ভবিষ্যত অন্ধকার।’

‘ভিশন-২০৩০’ রূপরেখায় মানবাধিকার, সুশাসন নিশ্চিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করার অঙ্গিকার করেন বিএনপি চেয়ারপারসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন