শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

হুয়াওয়ের নতুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপণ্যের ঘোষণা

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রæপ জার্মানির হ্যানোভারে ১৪ থেকে ১৮ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহত আইসিটি ট্রেড ফেয়ারে অভিনব সমাধান ও অংশীদারিত্ব নিয়ে এর নতুন বিপণন ¯েøাগান ‘লিডিং নিউ আইসিটি, বিল্ডিং এ বেটার কানেক্টেড ওয়ার্ল্ড’-এর উদ্বোধন করেছে। সিইবিআইটি ২০১৬-এর প্রধান প্রতিপাদ্য ছিলো- ‘ডি!কোনোমি: জয়েন-ক্রিয়েট-সাকসেস’। বর্তমান সময়ে এন্টারপ্রাইজ আইসিটি সিস্টেম থেকে সিলোড সাপোর্ট সিস্টেমে রূপান্তর হচ্ছে ক্রিটিকাল প্রোডাকশন সিস্টেম যা উৎপাদনের দক্ষতা বাড়াবে, এর কার্যক্রম ও সিদ্ধান্ত নেয়ার বিষয়গুলোকে সহজ করবে। শক্তিশালী এ পরিবর্তনসমূহ চিহ্নিত করার মাধ্যমে এন্টারপ্রাইজ মার্কেটে এর অবস্থান নির্দেশ করতে হুয়াওয়ে এ নতুন বিপণন ¯েøাগান উদ্বোধন করেছে । সিইবিআইটি ২০১৬-এর বৈশ্বিক সম্মেলনে হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রæপের প্রেসিডেন্ট ইয়ান লিডা বলেন, ‘বিজনেস ড্রাইভেন আইসিটি ইনফ্রাস্ট্রাকচার (বিডিআইআই)- এর নিয়ম অনুসারে এবং ‘ফোকাস’ ও ‘বিইং ইন্টিগ্রটেড’ কৌশল অনুসারে সবার জন্য টেকসই ও লাভজনক পরিবেশ তৈরি করা এবং একটি উন্মুক্ত ও নমনীয় প্ল্যাটফর্ম নির্মাণের মাধ্যমে আমরা সরকার ও এন্টারপ্রাইজগুলোর জন্য সম্পূর্ণভাব নির্দিষ্ট মান তৈরি করতে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের শীর্ষস্থানে পৌছাতে সহায়তা করার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। সিইবিআইটি ২০১৬-তে হুয়াওয়ে গেøাবাল সেফ সিটি সামিট, গেøাবাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্সটিটিউশনস (এফএসআই) সামিট ও গেøাবাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) সামিটের পৃষ্ঠপোষকতা করেছে। সামিটগুলোতে শিল্প বিশেষজ্ঞরা ডিজিটালকরণের চ্যালেঞ্জ এবং এ বিশেষ শিল্পখাতের সুযোগ নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন ও ধারণা উপস্থাপন করেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন