বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইরানের ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহবান সউদীর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে ইরানের ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহŸান জানিয়েছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। সা¤প্রতিক সময়ে রিয়াদে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা নিয়ে সউদী আরব এবং ইরানের মধ্যে বাকবিতÐা বিপজ্জনক মোড় নিয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান ইয়েমেনি হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যত সউদী আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার মার্কিন টেলিভিশন সিএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে আদেল আল জুবেইর বলেন, ইরানই একমাত্র দেশ যারা সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করছে। তিনি ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবাননের শিয়া গ্রæপ হিজবুল্লাহর প্রতি সমর্থনের কারণে ইরানের সমালোচনা করেছেন। জুবেইর বলেন, আমরা চাই সন্ত্রাসে সহায়তা এবং জাতিসংঘের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নীতি অমান্যর জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। সরাসরি ইরানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে জুবেইর বলেন, আমরা তেমনটা আশা করছি না। স¤প্রতি লেবাননের প্রেসিডেন্ট সাদ হারিরির পদত্যাগের পর থেকে সউদীর ওপর অভিযোগ উঠেছে যে হারিরিকে বন্দী করে তাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে রিয়াদ। কারণ রিয়াদে বসেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। শুধু তাই নয় হারিরির এই পদত্যাগকে কেন্দ্র করে হিজবুল্লাহ সংগঠন এবং ইরানকে চাপ প্রয়োগ করার পরিকল্পনা করছে বলেও সউদীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমন গুঞ্জনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহŸান জানিয়েছেন সউদীর পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি হিজবুল্লাহর ওপর কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে জুবেই বলেন, এই সংগঠনকে কিভাবে দমন করা যায় সে বিষয়ে বিভিন্ন বিকল্প খুঁজছে সউদী। তিনি সিএনবিসিকে বলেন, আমরা লেবাননকে এমন একটি প্লাটফর্মে তৈরি হতে দেব না যা সউদী আরবের জন্য ক্ষতিকর হয়। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে লেবাননের লোকজনকে সউদী সহায়তা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। আল-জাজিরা, সিএনবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jainulhtp ১৭ নভেম্বর, ২০১৭, ৪:০০ পিএম says : 0
সউদি আরবে ইসলামি সরকার হওয়া দরকার।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন