কর্পোরেট রির্পোট : চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ২৪ শতাংশ। তবে কর্তৃপক্ষ বলছে, এডিপি বাস্তবায়নের এ গতি আশাব্যঞ্জক। অর্থবছরের শেষে বাস্তবায়ন হার শতভাগের কাছাকাছি হবে বলেও প্রত্যাশা নীতিনির্ধারকদের। তবে বিশ্লেষকদের মতে, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে অর্থবছরের প্রথম থেকেই এডিপি বাস্তবায়নের হার ইতিবাচক হতে হবে। গেল কয়েকটি অর্থবছর ধরে জিলিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরেই আটকে আছে। ছয়ের এই গন্ডি পেরোতে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়াতে দুর্বল অবকাঠামো বড় বাধা। আর সে বাধা সরাতেই সরকার চলতি অর্থবছরে রেকর্ড প্রায় ১ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে। কিন্তু অতীতের ধারাবাহিকতা ধরে রেখেই এবারো অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার চার ভাগের মাত্র এক ভাগ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থবছরের প্রথম থেকেই এডিপি›র বাস্তবায়নকে গতিশীল করা না গেলে নির্ধারিত সময়ে কাংক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। আর এডিপি বাস্তবায়নের সনাতন গতি থেকে বেরিয়ে আসতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রকল্প পরিচালক নিয়োগে আরো সতর্ক হওয়ারও পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১শ› ৩৮টি উন্নয়ন প্রকল্পে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন