শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইয়েমেনে চলতি বছর দুর্ভিক্ষে মারা গেছে ৪০ হাজার শিশু

ব্রিটেনভিত্তিক এনজিও সেভ দ্য চিলড্রেন ফান্ডের তথ্য

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে সউদী নেতৃত্বাধীন আরব জোটের অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ এবং রোগ-ব্যাধিতে চলতি বছর মারা গেছে ৪০ হাজার শিশু। বছরের শেষ নাগাদ শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ হাজার দাঁড়াতে পারে। ব্রিটেনভিত্তিক এনজিও সেইভ দ্যা চিলড্রেন ফান্ড এ তথ্য দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দরিদ্রতম ইয়েমেনে প্রতিদিন গড়ে ১৩০টি শিশু মারা যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। ২০১৫ সালের ২৬ মার্চ সউদী নেতৃত্বাধীন সামরিক হামলা শুরুর পর দেশটির অর্থনৈতিক অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে এবং আধুনিক ইতিহাসে ভয়াবহ কলেরা ছড়িয়ে পড়েছে। সেইভ দ্যা চিলড্রেনের ইয়েমেন চ্যাপ্টারের পরিচালক সামের কিরোলোস ইয়েমেনের শিশুদের এই হত্যাকে কাÐজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এসব মৃত্যু ঠেকানা সম্ভব ছিল। যুদ্ধ শুরুর পর ইয়েমেনের ওপর অবরোধ চাপিয়ে দিয়েছে সউদী আরব। সে অবরোধের আওতায় আনা হয়েছে ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরগুলো। এ কারণে ইয়েমেন মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়েছে। এর আগে জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে ইয়েমেন। এর ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ। আকাশ, নৌ ও স্থলপথে অবরোধের কারণে যুদ্ধবিধস্ত ইয়েমেনে দ্রæত সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। গত বুধবার নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত এক ব্রিফিং শেষে অবরোধ সরিয়ে নিতে সউদী জোটের প্রতি আহŸান জানান জাতিসংঘের মানবিক বিষয় সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
মনির ১৭ নভেম্বর, ২০১৭, ৩:১৮ এএম says : 0
মুসলমানরা এক না হলে আমাদেরকে আরো অনেক কিছুর মুখোমূখী হতে হবে।
Total Reply(0)
Azad Rahman ১৭ নভেম্বর, ২০১৭, ১১:২০ এএম says : 0
Allah please save the Yemen' people's
Total Reply(0)
Amdadul Huq ১৭ নভেম্বর, ২০১৭, ১১:২১ এএম says : 0
Allah destroy them who’s are responsible for this.
Total Reply(0)
MD Foysal Ahammad ১৭ নভেম্বর, ২০১৭, ১১:২১ এএম says : 0
হে মহান আল্লাহ তা'লা আপনি আপনার সৃষ্টির সেরা মানুষ জাতি,এবং মুসলমান ভাই বোনদের কে হেফাজত করুন ........আমিন
Total Reply(0)
nazim ১৭ নভেম্বর, ২০১৭, ১১:২২ এএম says : 0
আল্লাহ আর কত দিন দেখতে হবে এই হৃদয়বিদারক দৃশ্য । আল্লাহ্ আপনি আমাদের মাফ করে দেন ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন