বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পাকিস্তানকে সাহায্য প্রদানে শর্ত শিথিল করছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানকে আর্থিক সহায়তা প্রদানের জন্য লস্কর-ই-তৈয়েবা (এলইটি)’র বিরুদ্ধে ইসলামাবাদকে লক্ষণীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটি যে শর্ত জুড়ে দিয়েছিলো প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিওডি)’র চাপে তা বাদ দেয়া হয়েছে। গত সপ্তাহে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন এ্যাক্ট (এনডিএএ) সংশোধনের সময় ওই শর্তটি বাদ দিয়ে তা পাসের জন্য সিনেট কমিটিতে ভোটাভুটির জন্য পাঠানো হয়। এক কংগ্রেস সদস্য বলেন, ডিওডি’র জোরালো যুক্তি ছিলো হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এলইটি’র শর্ত জুড়ে দেয়া হলে তা পাকিস্তানের জন্য হবে ‘গোলপোস্ট পরিবর্তনের শামিল।’ সন্ত্রাসীদের আশ্রয় দান নিয়ে গত আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের যে নিন্দা জানান তার প্রতি ইঙ্গিত করে ডেমোক্রেট দলীয় একজন পর্যবেক্ষক কিছুটা ব্যাঙ্গ করে বলেন, আমি মনে করি এটা নতুন দক্ষিণ এশিয়া নীতির অংশ। পাকিস্তানের ব্যাপারে পেন্টাগনের এই অবস্থান নিঃসন্দেহে ভারতকে হতাশ করবে। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে, পাকিস্তানের ব্যাপারে সার্বিক মনোভাব একই রয়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ কমছে। এবার যে সাহায্য দেয়া হচ্ছে তার সঙ্গেও অনেক শর্ত জুড়ে দেয়া হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যুক্তরাষ্ট্রের মন মতো কাজ করতে না পারায় গত দুই বছরে পাকিস্তানকে কোয়ালিশন সাপোর্ট ফান্ড-এর ৭৫০ মিলিয়ন ডলার দেয়া হয়নি। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান যথেষ্ট ব্যবস্থা নেয়নি অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী তহবিল ছাড়ের অনুমতি দেননি। রয়টার্স, বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন