আল কোরআন
সুদের প্রতি আল্লাহর অভিশাপ
আল্লাহ তায়ালা সুদের ওপর অভিশম্পাত নাযিল করেন, (অপর দিকে) দান সদকার (পবিত্র) কাজকে তিনি (উত্তোরত্তর) বৃদ্ধি করেন, আল্লাহ তায়ালা (তার নেয়ামতের প্রতি) অকৃতজ্ঞ পাপীষ্ট ব্যক্তিদের কখনো পছন্দ করেন না।
-সূরা বাকারা: আয়াত :২৭৬
আল হাদীস
কবরের উপর সৌধ নির্মাণ জায়েয নয়
জাবির রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর পাকা করতে, এর উপর সৌধ নির্মাণ করতে এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন। (মুসলিম)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন