শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আল-জাজিরা কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা লে. জেনারেল ঢাহি খালফান। আমিরাতের ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি, গত শুক্রবার মিসরের সিনাই উপত্যকায় মসজিদে হামলার উসকানি দিয়েছে আল-জাজিরা। এক টুইট বার্তায় তিনি আরও বলেন, ওই গণমাধ্যমটি আল-কায়েদা, আইএস ও আলনুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আসছে। তাই সউদী জোটের উচিত- আল-জাজিরার কার্যালয় বোমা মেরে গুঁড়িয়ে দেয়া। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আল-জাজিরা কর্তৃপক্ষ। আল-জাজিরার আরবি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের আবু হিলাল্লাহ বলেছেন, আমাদের অফিসে কোন হামলা এবং আমাদের কর্মীদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে তার পুরো দায়ভার খালফানের। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন