শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উ. কোরিয়ার নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে : যুক্তরাষ্ট্র

পিয়ংইয়ংয়ের সঙ্গে সব দেশের সম্পর্ক ছিন্নের আহ্বান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়ার নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পিয়ং ইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নতুন করে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তিনি এ আহ্বান জানান। জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত বছরের জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব (ফিজিক্যাল রেসপন্স) বলে মনে করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার দিনের আলো না ফুটতেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মার্কিন বিজ্ঞানীদের একটি সংগঠন বলছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনও অংশে আঘাত হানতে সক্ষম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি উত্তর কোরিয়াকে সতর্ক করেছেন। তিনি বলেন, আমরা কখনও উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ চাইনি এবং এখনও তা চাই না। তবে গতকালকের মতো পিয়ংইয়ং-এর আগ্রাসনমূলক কর্মকান্ডের কারণে যুদ্ধ যদি লেগে যায় তবে কোনও ভুল হবে না। উত্তর কোরিয়ার সরকার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের সব দেশের প্রতিও আহ্বান জানান তিনি। বলেন, চীনকে সবার আগে এই কাজ শুরু করতে হবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা চাই চীন আরও কিছু করুক। হ্যালি আরও জানান, বুধবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। সে সময় তিনি উত্তর কোরিয়ায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। ট্রাম্পও এ নিয়ে একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাত্র চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনাপূর্ণ কর্মকান্ড নিয়ে কথা বলেছি। আজ উত্তর কোরিয়ার ওপর নতুন করে বড় নিষেধাজ্ঞা আরোপ হবে। এ পরিস্থিতি সামাল দেয়া হবে। সিএনএন, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন