শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কুখ্যাত এরশাদ শিকদারের সাজাপ্রাপ্ত বডিগার্ড গ্রেফতার

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত মৃত্যুদ- কার্যকরী এরশাদ শিকদারের বডিগার্ড ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী সামছুল আলমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন সে রাজধানীতে অবস্থান করে আসছিলো। গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের সদস্যরা গতকাল (শুক্রবার) ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে শামছুল আলমকে গ্রেফতার করে।
মহানগর পুলিশ জানায়, খুলনার বিজ্ঞ বিশেষ ট্রাইব্যুনাল আদালত-০৩ অস্ত্র আইনের ১৯ এ ও ১৯ এফ ধারা, রূপসা থানার  মামলা নং-১০, তারিখ- ৩১/১২/২০০৫ খ্রিঃ, মোতাবেক তাকে ১৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। এর আগে থেকেই সে পলাতক ছিলো বলে জানা যায়।
উক্ত আসামী খুলনা এলাকার কুখ্যাত সন্ত্রাসী, খুনি ও মৃত্যুদ- কার্যকরী হওয়া আসামী এরশাদ শিকদারের বডিগার্ড ছিল এবং সে উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী, খুনি ও চোরাকারবারী বলে জানা যায়। এরশাদ শিকদারের ফাঁসির পরেও তার এই বডিগার্ড বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকা- করেছে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন