জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পুলিশ আটক করেছে । প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে সুপ্রিম কোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে থেকে শাহবাগ থানার পুলিশ আমিনুল হককে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এসময় তিনি দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কদম ফোয়ারার সামনে দাঁড়িয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এই পথ দিয়ে গুলশানের বাসায় ফেরেন।
আমিনুল হক বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আটকের পর আমিনুল হককে শাহবাগ থানায় রাখা হয়েছে। তবে কি অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে দলটির নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এ সময় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করা হয়।
উল্লেখ্য, আমিনুল হক ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন