শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এইচ টি ইমামকে তারেকের লিগ্যাল নোটিশ

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল (সোমবার) রেজিস্ট্রি ডাকযোগে এইচ টি ইমামের দুই ঠিকানায় তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল নোটিশটি পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি। নোটিশে দুই সপ্তাহের মধ্যে ওই বক্তব্যের সত্যতা প্রমাণ করতে অথবা জনসম্মুখে তারেক রহমানের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। এ বিষয়ে নোটিশ প্রেরণকারীর আইনজীবী কায়সার কামাল বলেন, তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও অপমানজনক বক্তব্য দিয়েছেন তিনি। এতে করে তারেক রহমানকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে। এ জন্য উপযুক্ত প্রমাণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এইচ টি ইমামের প্রধানমন্ত্রী কার্যালয় এবং ১, হেয়ার রোড, ঢাকা-১০০০ ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গত, গত ১৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত এক সেমিনারে এইচ টি ইমাম তারেক রহমানকে নিয়ে বক্তব্য দিয়েছেন। পরের দিন কয়েকটি পত্রিকায় এসব সংবাদ প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে নোটিশে বলা হয়, এইচ টি ইমাম বলেছেন, সরকারের কাছে সুস্পষ্ট তথ্য আছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কয়েকবার পাকিস্তানে গেছেন। সেখানে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এইচ টি ইমাম আরো বলেছেন, খালেদা জিয়া লেডি লাদেন। তার ছেলে সম্পর্কে তো সবাই জানে। যে ব্যক্তি দাউদ ইব্রাহিমের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর সঙ্গে ওঠবস করতে পারে... আমাদের কাছে তথ্য আছে, সে কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন