প্রেস বিজ্ঞপ্তি : বিনামূল্যে সময়মত পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া বর্তমান সরকারের বিশাল সাফল্য বলে বলেছেন জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। তিনি গতকাল সকালে গাজীপুরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অধ্যক্ষ মোমতাজী বলেন, সময়মত পাঠ্যপুস্তক পাওয়ায় শিক্ষার্থীদের লেখা-পড়ার মান বৃদ্ধি পেয়েছে, যার ফলে পরীক্ষার ফলাফলও সন্তোষজনক হচ্ছে। তিনি বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বই-পুস্তক পৌঁছে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ঠদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা আবু বকর সিদ্দীক, আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন মোল্লা, মোঃ নজরুল ইসলাম, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান, আব্দুল গাফ্ফার, লোকমান হোসেন, আজীজুল হক পাঠান, মো. লিয়াকত আলী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন