আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন ও এরদোগান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করবে বলে জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনের এ কথা বলেন। এর আগে একদিনের আঞ্চলিক সফরে সিরিয়া ও মিসর হয়ে তুরস্কে যান রুশ প্রেসিডেন্ট। দেশটির রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনে কথা বলেন ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের ঘোষণা নিয়ে যখন মুসলিম বিশ্বসহ ওই অঞ্চলে ক্ষোভ বিরাজ করছে তখন এ ঝটিকা সফরে গেলেন পুতিন। অবশ্য যুক্তরাষ্ট্রের মিত্ররাও ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছে। পুতিন বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা করে জেরুজালেমের বিষয়টি মীমাংসা করা উচিত। তিনি বলেন, ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণা যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করবে সে ব্যাপারে রাশিয়া ও তুরস্ক একমত।’ পুতিন আরো বলেন, ‘এ সিদ্ধান্ত অত্র অঞ্চলের পরিস্থিতিকে অস্বাভাবিক করবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে নস্যাৎ করে দেবে।’ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার প্রেসিডেন্টের অবস্থানে সন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করার সময় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার নিন্দা জানান তিনি। এদিকে, জেরুজালেম ইস্যুতে বুধবার তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে বসছে ওআইসির শীর্ষ বৈঠক। এরদোগান এ বৈঠককে জেরুজালেম ইস্যুর টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন। রাশিয়া এই বৈঠকে প্রতিনিধি পাঠাবে বলেও জানান তিনি। অন্যদিকে, ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি গোটা বিশ্ব। তার এই ঘোষণার প্রতিবাদে ইতোমধ্যে মুসলিম দেশগুলো ছাড়াও ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। সেইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার এবং বিভিন্ন সংগঠন ও সংস্থা এর নিন্দা জানিয়েছে। এ পর্যন্ত ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে কেউ একমত পোষণ করেনি। রয়টার্স, আনাদুলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন