শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাড্ডায় যুবক খুন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে উজ্জল সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উজ্জল মেরুল বাড্ডার আনন্দনগর এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি ওই এলাকার ইমান আলী চায়ের দোকানের পাশের একটি ৫ম তলা বাসার ৩য় তলায় বসবাস করতেন। স্থানীয়রা জানান, ওই বাসার ৩তলায় গুলির শব্দ পেয়ে ছুটে গেলে উজ্জলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন