আল্লাহকে ভালোবাসলে তিনিও বান্দাকে ভালোবাসেন
(হে নবী) তুমি বলো, তোমরা যদি আল্লাহ তায়ালাকে ভালোবাসো, তাহলে আমার কথা মেনে চলো, এতে করে আল্লাহ তায়ালাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন। আল্লাহ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান।
সূরা: আল ইমরান, আয়াত: ৩১
আল হাদীস
দান খয়রাত হালাল মাল থেকে করতে হবে
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম মাল উপার্জন করল তারপর তা দান করে দিল, এতে তার কোন সওয়াব হবে না; বরং এর (হারাম উপার্জনের) গুনাহ তার উপর থেকে যাবে। (ইবনে খুযায়মা)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন