শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজনীতি

৪৬ বছরেও বিজয় পূর্ণতা পায়নি -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, সাভার থেকে | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫১ এএম

স্বাধীনতার ৪৬ বছরেও বিজয় পূর্ণতা পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শনিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক বিষবৃক্ষের শেকড় উপড়ে ফেলতে পারলেই আমাদের বিজয় পূর্ণতা পাবে। এই শক্তির কারণে আমাদের বিজয় কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে। দেশ থেকে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূল উৎপাটন করাই হবে আজকের অঙ্গীকার।
তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে আগামী বছর বিজয়ের মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে জনগণ উচিত জবাব দেবে।
কাদের বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই বলে দেশের গণতন্ত্র চোখে পড়ে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
S. Anwar ১৬ ডিসেম্বর, ২০১৭, ৩:৪৯ পিএম says : 0
ভারতের দালাল আওয়ামী লীগ এই দেশে থাকলে কিয়ামত পর্যন্তও পরিপুর্ন বিজয় অর্জিত হবে না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন