স্টাফ রিপোর্টার : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন। আজ এক বিবৃতিতে সাবেক এই প্রেসিডেন্ট বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, সংসদ নির্বাচন দিন। প্রমাণ হবে আপনারা কতটা গণতান্ত্রিক।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচনের ফলাফল দেখে মনে হয়েছে, শতকরা ৯৫ ভাগের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে। যদি এটা সত্যিই হয়, তা হলে নির্বাচনকালীন সময়ে কিছুদিনের জন্য সরকার থেকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন দিন। নির্বাচনে সংসদ পুনর্গঠন পথে সরকারের নৈতিক বাধা কোথায়? ভয় কিসের- প্রশ্ন রাখেন ডা. বি. চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন