শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

নির্বাচনে জয়লাভের পর জাতীয় ঐক্যের ডাক নাইজারের প্রেসিডেন্টের

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসসোফু বিতর্কিত দ্বিতীয় দফা ভোটে বিশাল ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়লাভের পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, নির্বাচনে ইসসোফু ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। এই নির্বাচন বিরোধীরা বয়কট করেছিল। প্রতিদ্বন্দ্বী হামা আমাদু পেয়েছেন ৮ শতাংশ ভোট। গেল সপ্তায় আমাদু জরুরি চিকিৎসার জন্য ফ্রান্সে গেছেন। সরকারিভাবে মোট ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানানো হলেও বিরোধী জোট কোপা ২০১৬ দাবি করেছে ভোট পড়েছে মাত্র ১১ শতাংশ। ইতোমধ্যে বিরোধী জোট নির্বাচনের এই ফলাফল গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দিয়েছে। গত রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অপরদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ইসসোফু দেশটির সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। গেল মাসে প্রথম দফা ভোটে প্রতিদ্বন্দ্বী আমাদু কারাগার থেকে নির্বাচনে অংশ নেন। তাকে শিশুপাচারের অভিযোগে আটক রাখা হয়। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। দ্বিতীয় দফা ভোট প্রত্যাখ্যানকারী বিরোধীজোটের অভিযোগ তাদের প্রার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং এই ভোটের ফলাফল মেনে নেয়া হবে না। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন