শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

সুন্নিপন্থী বিদ্রোহীদের প্রতি ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ইরানের সহায়তায় বিদ্রোহীদের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে সিরীয় বাহিনী। গত মঙ্গলবার ওই স্থানটি দখল করে সুন্নিপন্থী বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, হেরমন পর্বতের পাদদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিরিয়া। লেবানন ও ইসরাইলি সীমান্তবর্তী জায়গাটি ঘিরে ফেলেছে সিরীয় সেনাবাহিনী। এই অভিযানে ইরান সমর্থিত স্থানীয় কয়েকটি গোষ্ঠী সিরীয় সেনাবাহিনীকে সাহায্য করেছে। ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) এর মুখপাত্র ইব্রাহিম আল জেবাউই বলেছেন, তাদেরকে ইদলিবে ফিরে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে তাদের ফিরে যেতে হবে কিংবা সমঝোতায় আসতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী কর্মকর্তা বলেন, তাদেরকে আত্মসমর্পণ কিংবা সামরিক সমাধানে যেতে বলা হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন