শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

খালেদা জিয়ার পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক চলছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১:২০ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক চলছে ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৭ মিনিটে খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে যুক্তিতর্ক শুরু হয়।
খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
আব্দুর রেজ্জাক খান ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, সানাউল্লাহ মিয়াসহ খালেদা জিয়ার অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত রয়েছেন। এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে দুর্নীতির এ মামলায় যুক্তিতর্কে অংশ নিতে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন।
গতকাল বুধবার চতুর্থ দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন