স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদারের আদালতে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে জেরা করা হয়। জেরা করেন আব্দুর রেজ্জাক খান। কিন্তু এদিন খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ না হওয়ায় বিচারক আগামী ২৭ অক্টোবর অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেন। এর আগে গত ৬ অক্টোবর হারুন অর রশিদ তার জবানবন্দি শেষ করেন। মামলাটির অভিযোগপত্রের ৩২ জন সাক্ষীর মধ্যে ৩১তম জনের সাক্ষ্যগ্রহণ চলছে। জানা গেছে, মামলাটিতে এরপর দুদক আর কোনো সাক্ষী দেবে না। এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের পক্ষে আইনজীবীরা হাজিরা দাখিল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন