কুড়িগ্রামের উলিপুরের মালতিবাড়ী এলাকার এমপির পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামের এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে এমপির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ উলিপুর পৌরসভার. পাখিরখামারের পশ্চিম শিববাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
তার মা সহ তার নানা বাড়িতে থাকতেন।
স্থানীয় জানান, বিকেলের দিকে এমপির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়দের ধারনা মরদেহটি ২-৩দিন আগের। নিহত আরিফ তার মা সহ নানা বাড়িতে থাকতেন। দুইদিন থেকে আরিফ নিখোঁজ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মরদেহটি ২-৩দিন আগের। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন