কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম তুহিন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সাইফুল ইসলাম তুহিন উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজপুর ইউনিয়নের লোহারপোল এলাকায় অভিযান চালিয়ে ৩পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম তুহিনকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত তুহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন মুন্না জানান, আটককৃত সাইফুল ইসলাম তুহিন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিল। বর্তমানে আইনের বহির্ভূত কাজে জড়িয়ে পড়ায় তাকে দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বহিষ্কারাদেশের একটি লিখিত অনুলিপি আপনাদের প্রদান করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন