শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

করাচি বন্দরে লোকচক্ষুর আড়ালে মার্কিন সামরিক যান খালাস

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের করাচি বন্দরে চার শতাধিক মার্কিন সামরিক যান খালাস করা হয়েছে। চলতি মাসের প্রথমে করাচি বন্দরের ইস্ট হোয়াট অঞ্চলে এসব গাড়ি খালাস করা হয়। আর মার্কিন সামরিক বাহিনী এসব গাড়ি আমদানি করেছে। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি দৈনিক এ খবর জানিয়েছে। সরকারি কাগজপত্র এবং সূত্রগুলো বলছে, এমভি লিবার্টি প্রমিজ নামের জাহাজে থেকে করাচি বন্দরে ৪০১টি সামরিক যানবাহন নামানো হয়েছে। এসব গাড়ির প্রতিটির ওজন আড়াই টন বলে জানানো হয়েছে। চলতি মাসের ৬ তারিখে যানবাহনগুলো করাচি বন্দর ত্যাগ করে। পাকিস্তান শুল্ক বিভাগ এসব যানবাহনের প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য দেয় নি। তবে কোনো কোনো সূত্র বলেছে, বেশির ভাগই হুমভি জাতীয় গাড়ি ছিল। ইরাক এবং আফগানিস্তানে মার্কিন বাহিনী এ জাতীয় গাড়ি ব্যাপক ব্যবহার করেছে। আমেরিকার উইলমিংটন থেকে এসব গাড়ি জাহাজে ওঠানো হয়েছে। অবশ্য করাচি বন্দর থেকে শেষ পর্যন্ত এগুলো আফগানিস্তানে গেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। করাচি বন্দরের ইস্ট হোর্য়াট অঞ্চলে এসব গাড়ি খালাস করা হয়। তবে ওই এলাকা লোকচক্ষু থেকে আড়াল করার জন্য কন্টেইনার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন