মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পাবনায় নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় নিখোঁজের ৭ ঘণ্টা পর হাবিবুল্লাহ হাসান ওরফে মিশু নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের সিংগা এলাকার একটি লিচু বাগান থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। এই হত্যাকাÐের প্রতিবাদে ও দোষিদের বিচারের দাবিতে পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্ররা গতকাল বৃহষ্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন তৈরী করে ছাত্ররা ।
নিহত হাবিবুল্লাহ জেলার সাঁথিয়া উপজেলার মেহেদীনগরের মহসিন আলম সালামের পুত্র এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। পাবনা শহরের জয়কালী মন্দিরের কাছে জনৈক বিশ্বনাথ কর্মকারের বাড়িতে গত ৬ মাস ধরে ভাড়া থাকতো হাবিবুল্লাহর পরিবার।
স্কুল ছাত্রের পিতা মহসিল আলম সালাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোচিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় হাবিবুল্লাহ হাসান ওরফে মিশু। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তার এক ন্ধুর মোবাইল ফোন থেকে বাড়িতে ফোন করে হাবিবুল্লাহ ওরফে মিশু জানায় কোচিং শেষ করে বাড়ি ফিরতে একটু দেরী হবে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্কুলছাত্রের পিতা মহসিল আলম সালাম আরও জানান, তার পুত্র দ্বিতীয় বিভাগে ক্রিকেট খেলতো আর লেখাপাড়া ছাড়া অন্য কিছুর সাথে জড়িত ছিল না।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, সন্ধ্যা ৬টার দিকে শহরের সিংগা উত্তরপাড়ার সোবাহান খাঁ’র লিচু বাগানে একটি বস্তাবন্দি লাশ দেখতে স্থানীয় লোকজন পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। থানায় গিয়ে লাশটি হাবিবুল্লাহ ওরফে মিশুর বলে সনাক্ত করেন তার স্বজনরা। কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়টি জানতে পারেনি পরিবার। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মিশুর লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অপরদিকে, পাবনা শহরের দিলালপুর এলাকায় চৈতি রাণী কুন্ডু নামে এক যুবতী’র ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে পুলিশ জানিয়েছে। এছাড়াও সদর উপজেলার ফলিয়া গ্রামে ৭০ বছরের বৃদ্ধ সদর উদ্দিন পেটের ব্যথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন