বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

ইসলামী কর্মতৎপরতা

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া

২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণা ও মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান। নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিন শহর জেরুজালেম কখনও অবৈধ রাষ্ট্র ইসরাঈলের রাজধানী হতে পারে না। জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী । মুসলিম বিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ট ট্রাম্প ইহুদীবাদী ইসরাঈলের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনি জনগণ এবং বিশ্বের শান্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আজ সময় এসেছে বিশ্ব মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বায়তুল মোকাদ্দাসকে মুক্ত করার। কিন্তু মধ্যপ্রাচ্যের যেসব দেশ আমেরিকার সাথে বন্ধুত্ব করেছে তাদের সজাগ হওয়ার এখনই সময়। কারণ হায়েনার সাথে বন্ধুত্ব করার পরিনাম হবে ভয়াবহ। মুসলিম দেশ সমুহকে আমেরিকার এ সিদ্ধান্ত প্রত্যাহারে সম্ভব সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, প্রধান সম্পাদক মোস্তফা আল মুজাহিদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান মানিক, প্রচার সম্পাদক আহসান হাবিব দিদার, দপ্তর সম্পাদক মোঃ শামিম, কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ জহিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় সদস্য রোকনুজ্জামান, মোঃ বায়েজীদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন