শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন : ভারতকে পাকিস্তান

প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ১৫ জানুয়ারি, ২০১৮

ইনকিলাব ডেস্ক : পারমাণবিক ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-ভারত সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি ও বাকযুদ্ধ। আর তারই জের ধরে আরও একবার পারমাণবিক যুদ্ধের হুমকি আসলো পাকিস্তানের পক্ষ থেকে। একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন- এই ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই জবাব দিয়েছে পাকিস্তান। এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খাজা আসিফ এক ট্যুইট বার্তায় বলেন, ভারতীয় সেনাপ্রধান অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করেছেন। পদে থেকে এমন কথা বলা উচিৎ নয়। নিউক্লিয়ার এনকাউন্টারের আমন্ত্রণ জানাচ্ছি। সেটাই যদি কাম্য হয়, তাহলে সেই পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন। এতেই জেনারেল রাওয়াতের সব সন্দেহ দূর হবে। ইনশাল্লাহ। উল্লেখ্য, স¤প্রতি আর্মি ডে উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান প্রসঙ্গে রাওয়াত বলেন, যদি সত্যিই পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তানের কত ক্ষমতা বোঝা যাবে। এরপরই জবাব দেন পাক পররাষ্ট্র মন্ত্রী। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ফাহিম ১৫ জানুয়ারি, ২০১৮, ২:০১ এএম says : 0
পরমাণু যুদ্ধে উভয় দেশসহ পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।
Total Reply(0)
Din Muhammad Nasim ১৫ জানুয়ারি, ২০১৮, ১১:৪৫ এএম says : 0
Right
Total Reply(0)
দিদার রসুল ডায়মণ্ড ২১ জানুয়ারি, ২০১৮, ১:৩৭ এএম says : 0
ভারত পাকিস্তান ভাই ভাই।যুদ্ধ নয় শান্তি চাই।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন