শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তিন দিনেও খোঁজ মেলেনি শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা নাসিরের

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা নাসির উদ্দিন গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হলে গতকাল রাত পর্যন্ত তার কোন হদিস নেই। শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী তিনি। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাসিরের শ্বশুর আব্দুল মান্নান। বনানী থানার এসআই নুরুল হক গতকাল রাতে দৈনিক ইনকিলাবকে বলেন, এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সব ধরনের কথা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে কোন অগ্রগতি নেই। বনানী থানায় জিডিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বনানীতে একটি প্রতিষ্ঠানে যান নাসির। ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে তিনি তার স্ত্রী ও মন্ত্রণালয়ের লোকজনের সঙ্গে কথা বলেন। দুপুর ২টার পর থেকে তার সঙ্গে থাকা দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নাসির বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড টাওয়ারে সপরিবারে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন