শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

না’গঞ্জের বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুর সোয়া ১টার দিকে নগরীর চাঁদমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রব্য, গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, ২০১৫ সালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালান তৈমূর আলম ও তার লোকজন। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। এই ঘটনায় ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর এই মামলায় ওয়ারেন্ট জারি হলে তৈমূর আলম খন্দকার পলাতক ছিলেন। এরপর গতকাল মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
এনায়েত ২৪ জানুয়ারি, ২০১৮, ৩:২৮ এএম says : 0
কিছু বলার নাই।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন