স্টাফ রিপোর্টার : রাজধানীর ফার্মগেট এলাকায় মেডিকেল কলেজের এক ছাত্রীকে (২৪) উত্যক্ত করার অভিযোগে ফারহান মুন (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনার শিকার ছাত্রীটি টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে অধ্যায়নরত। আর তরুণ ফারহান মুন ফারহান তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। তার সহযোগীরা কৌশলে শটকে পড়ে। এদিকে আটক ফারহানকে ছাড়িয়ে নিতে নিজেকে ছাত্রলীগ নেতা লতিফ দাবি করে ভূক্তভোগীকে মামলা না করতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভূক্তভোগী ছাত্রীটির অভিযোগের বরাত দিয়ে শেরেবাংলানগর থানার এসআই হুমায়ুন জানায়, গতকাল শনিবার সকালে ফার্মগেট তেজগাঁও কলেজের যাত্রী ছাউনির সামনের রাস্তা থেকে রিকশাযোগে আসাদগেট আড়ং যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে এক তরুণ তার রিকশায় ওঠে। পাশাপাশি অপর একটি রিকশায় তার অপর তিন বন্ধু ওঠে। ছাত্রীটির রিকশার পেছনে ওঠা যুবকটি ওই ছাত্রীকে কটুক্তি করে। এক সময় তাকে রিকশা থেকে নামানোর চেষ্টা করে।
প্রতিবাদ জানালেও যুবকেরা মেয়েটির পিছু নেন। এ সময় তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে এ ঘটনা জানান। পরে পুলিশ ধাওয়া করে ফারহানকে আটক করে শেরে বাংলানগর থানায় নিয়ে আসে। সেখানে জিজ্ঞাসাবাদে ফারহান নিজেকে তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র বলে জানায়। এদিকে ঘটনার শিকার ছাত্রীটির সহপাঠী রেদোয়ান জানান, ফারহানকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে লতিফ নামের এক ব্যক্তি থানায় আসেন। ওই ব্যক্তি অভিযোগ না দিতে ছাত্রীটিকে চাপ প্রয়োগ করেন।
এ ব্যাপারে শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, ফারহানকে আটক করে মেয়েটির অভিযোগ নেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন