শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ফিলিস্তিনিদের মর্যাদা অর্থ দিয়ে কেনা যাবে না : আব্বাস

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সহায়তা বন্ধের হুমকিকে পরোয়া করে না তার দেশ। ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ না নিলে আবারও মার্কিন সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। আব্বাস তার মুখপাত্রের মাধ্যমে বলেছেন, অর্থ দিয়ে ফিলিস্তিনিদের মর্যাদা কেনা যাবে না। গত বৃহস্পতিবার দাভোসে ইকোনমিক ফোরামে ট্রাম্প ইসরাই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গের পার্শ্ব বৈঠকের খানিকক্ষণ আগে ফিলিস্তিনকে হুমকি দিয়ে বলেন, শান্তি আলোচনায় অংশ না নিলে তাদের অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন। তিনি বলেন, ‘অর্থ আলোচনার টেবিলে রাখা আছে। তারা শান্তি আলোচনায় না বসা পর্যন্ত ওই অর্থ তাদের হাতে যাবে না।’ রয়টার্স, আল-জাজিরা, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন