মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রাজিলে নাইট ক্লাবে গুলি, নিহত ১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:১৪ পিএম | আপডেট : ১২:১৭ পিএম, ২৮ জানুয়ারি, ২০১৮

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নারী-শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শনিবার ভোরে সিয়েরা রাজ্যের রাজধানী ফোর্তালিজা শহরে এই ঘটনা ঘটে।
সিয়েরার রাষ্ট্রপতির নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা এক সংবাদ সম্মেলনে ফোরাও গোগো ক্লাবে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারা বিশ্বে এমন ঘটনা প্রায় ঘটে এবং ৫০ থেকে ৬০ জন মারাও যায়।
নিরাপত্তা সচিব আরও বলেন, এ ধরনের ঘটনা বন্ধ করতে পুলিশের কিছু করার নেই।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদক পাচারের সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভিতরে ঢুকে পড়ে গুলিবর্ষণ করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বছর সিয়েরায় পাঁচ হাজার ১১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। সংখ্যাটি ২০১৬ সালের তুলনায় ৫০ ভাগ বেশি। এর আগে ২০১৫ সালে সিয়েরার অপর একটি নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন