শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন : সংরক্ষিত ৫০টি নারী আসনের মেয়াদ বাড়লো ২৫ বছর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ৩:২৯ পিএম

সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মেয়াদ আরও ২৫ বছর বাড়িয়ে সংবিধানের সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মেয়াদ ২০ বছর বাড়ানোর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে আরও বাড়িয়ে ২৫ বছর করার পরামর্শ দেন। পরে সর্বসম্মতিক্রমে ২৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে নারী সংসদ সদস্যদের মেয়াদ হবে আগামী ২০৪৪ সাল পর্যন্ত।
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় প্রস্তাবটি বিল আকারে সংসদে উত্থাপন করবে আইন মন্ত্রণালয়।
সংবিধান অনুযায়ী, সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রাখার বিধান রয়েছে এবং আগামী বছর জানুয়ারিতে এ বিধানের মেয়াদ শেষ হবে।
তবে তার আগেই সরকার পরবর্তী পাঁচটি সংসদের জন্য সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়িয়ে সংবিধানে নতুন সংশোধনীর উদ্যোগ নেয়।
সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বর্তমান ক্ষমতাসীন আওয়াম লীগ সরকারের রয়েছে।
বর্তমান সরকারের আমলে সংবিধানের শেষ সংশোধনী আনা হয়েছিলো ২০১৬ সালে, যেটি ‘ষোড়শ সংশোধনী’ হিসেবে পরিচিত। যদিও পরে সর্বোচ্চ আদালত ওই সংশোধনীকে ‘অবৈধ’ বলে রায় দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন