ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া রিয়াদে সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে উভয়ে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সউদী আরব ও পাকিস্তানের মধ্যকার সামরিক সম্পর্ক নিয়ে কথা বলেন। বৈঠকে সউদী আরবের মন্ত্রিপরিষদের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। পাকিস্তানি সেনাপ্রধান পৃথক বৈঠকে সউদী আরবের পদাতিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রিন্স ফাহদ বিন তুর্কি বিন আব্দুলআজিজের সঙ্গে বৈঠকে উভয় দেশের সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। গত দুই মাসের মধ্যে পাকিস্তানি সেনাপ্রধানের এটা দ্বিতীয়বার সউদী আরব সফর। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে পাকিস্তানি সেনাপ্রধান সউদী আরবের বাদশা সালমান, যুবরাজ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন