স্টাফ রিপোর্টার : ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের উপর পা রেখে জিয়ার মন্ত্রিত্ব নেইনি। জিয়ার মন্ত্রিত্ব গ্রহণ না করায় বহু নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। কোনো লোভ লালসাই আমাকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। ধর্মমন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ নিয়ে যেসব হজ এজেন্সি দুর্নীতি করবে তাদেরকে ধারালো ছুরির নীচে পড়তে হবে। গতকাল বুধবার দুপুরে আশকোনাস্থ হজ অফিসে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সম্পর্কে হজ এজেন্ট, ব্যাংক কর্মকর্তা এবং ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান একথা বলেন। পরিচালক হজ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) মোঃ হাফিজ উদ্দিন, মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ মোঃ মাকসুদুর রহমান, হাব সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া ও মহাসচিব মোঃ শাহাদাত হোসাইন তসলিম ও আইটি ফার্ম বিজনেস অটোমেশনের পরিচালক শোয়েব আহম্মদ মাসুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, ধর্মমন্ত্রীর পিএস ড. আবুল কালাম আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) মোঃ শরাফত জামান, সিনিয়র সহকারী সচিব (হজ) মনিরুজ্জামান, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু সাঈদ এবং বিজনেস অটোমেশনের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান মিতুল। অনুষ্ঠান পরিচালনা করেন বিজনেস অটোমেশনের প্রধান সমন্বয়কারী ও সাবেক পরিচালক হজ বজলুল হক বিশ্বাস। ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান বলেন, স্বচ্ছতা রেখেই হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে হবে। শিগগিরই হজযাত্রীদের-প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ধর্ম সচিব বেসরকারী হজ এজেন্সিগুলোর উদ্দেশে বলেন, মিথ্যা প্রতিশ্রæতি দিয়ে হাজীদের বিভ্রান্তিতে ফেলবেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন