স্টাফ রিপোর্টার : বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই ব্যক্তির প্রবেশ নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের নয়াপল্টনে ঝটিকা সফর নিয়ে ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে সব মহলে। জানা যায়, গতকাল (রোববার) বিকেলে গাড়িতে (দ ১৭-৬৫-২৪) করে দুই ব্যক্তি নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন। তারা দূতাবাসের কিনা তা স্পষ্ট করেনি মার্কিন দূতাবাস। তবে গাড়িটি মার্কিন দূতাবাসের পরিবহন পুলের বলে জানা গেছে। বিএনপির কার্যালয় সূত্রে জানা যায়, মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা বিকেলের পর পল্টন অফিসে আসেন। তাদের একজন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল এডভাইজার বিল মরেন। অন্যজনের নাম জানা যায়নি। তারা নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানতে চাইলে রুহুল কবির রিজভী জানান, উনারা দুজন এসেছিলেন দেখা করতে। কথা হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসনের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। এছাড়া রাজনীতিসহ অন্যান্য বিষয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি না নিয়ে হঠাৎ করেই দুই মার্কিন প্রতিনিধির নয়াপল্টনে প্রবেশকে কৌতুহলের সাথেই নিয়েছেন অনেকে। রুহুল কবির রিজভীর সাথে আকস্মিক এই সাক্ষাতের পর বিএনপি ও মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা না হলেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মারমুখি ভূমিকা, বিনা কারণে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে প্রতিদিন গ্রেফতারসহ নানা রাজনৈতিক বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে অবহিত করানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন