শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইরানকে অবশ্যই তার ‘আচরণ’ পরিবর্তন করতে হবে -সউদী পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর গত রোববার বলেছেন, সউদী আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাইলে ইরানকে অবশ্যই সুন্নি রাষ্ট্রটির প্রতি তার ‘আচরণ’ পরিবর্তন করতে হবে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জুবাইর বলেন, ‘রিয়াদ তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক’ বজায় রাখতে চায় এবং এজন্য সউদী আরব তিন দশকের বেশি সময় ধরে ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট ছিল। কিন্তু ‘বিনিময়ে আমরা কিছুই পাইনি।’
তিনি আরো বলেন, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে এবং আমাদের দূতাবাসে হামলা চালানো হয়েছে।
জনতা তেহরানে অবস্থিত সউদী আরবের দূতাবাস ও ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরী মাশাদের একটি কনস্যুলেটে হামলা চালানোর পর সউদী আরব জানুয়ারি মাসে দেশটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন