ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, কাতারের সঙ্গে সংকট জিইয়ে রেখে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টায়ও এটা কোনও কাজে আসবে না। গত বুধবার সউদী বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে দুই নেতার এই ফোনালাপের কথা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, কাতার ইস্যু ছাড়াও সিরিয়া পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলের আরও নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা। ফোনালাপে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সামরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পুতিন ও সালমান। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বলয়ে থাকা সউদী আরবের সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগাযোগ বেড়েছে রাশিয়ার। মিডল ইস্ট মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন