স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ২২ফেবরুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকালু দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাবেশের জন্য অনুমতি চেয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বিচারিক আদালত গত ৮ ফেবরুয়ারি বিএনপি চেয়ারপার্সনকে ৫ বছরের সাজা দেন। এরপর থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মুক্তির দাবীতে বিএনপি প্রতিবাদ,বিক্ষোভ, মানববন্ধনসহ নিয়মতান্ত্রিক আন্দোলন করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন