সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আড়াইহাজারে চোর সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে চোর সন্দেহে দুই যুবককে বাড়ী থেকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। গত শুক্রবার দিনভর উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড় পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই এলাকার স্বপন মিয়া ও তার চাচাতো ভাই মাসুম মিয়াকে স্বজনরা গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মন্দী গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে স্বপন মিস্ত্রির কাজ করেন। তার চাচাতো ভাই তাহের আলীর ছেলে মাসুম টিউবওয়েল বসানোর কাজ করে থাকেন। গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েছিলেন তারা।
গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় ভ্যান চোর সন্দেহে স্থানীয় নজরুল, সিরাজ, সেলিম, ও আলমগীরসহ আরো কয়েক জনে মিলে তাদের শোবার ঘর থেকে ডেকে এনে রাস্তার পাশের মেহগনি গাছে সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং নির্যাতন করে। পরে মেহগনি গাছ থেকে আমগাছে নিয়ে শেকল দিয়ে বেঁধে পুনরায় পিটাতে থাকে। নির্যাতনের শিকার মাসুম ও স্বপন কয়েকবার অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে স্বপনের বাবা মোনতাজ ছুটে এলে তাকেও জুতা পেটা করা হয়। এক পর্যায়ে স্বজনরা সন্তানদের বাঁচানোর জন্য থানা পুলিশের শরণাপন্ন হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের না নিয়ে ফিরে আসেন
এক পর্যায়ে মাসুম ও স্বপন মারা যেতে পারে পারে এমন আশঙ্কায় ওই দিন রাতে স্থানীয় ইউপি সদস্য তাদেরকে থানায় নিয়ে আসেন। পুলিশ স্বপন ও মাসুমের আশঙ্কাজনক অবস্থা দেখে তাদেরকে থানা থেকে ফেরত পাঠিয়ে দেয়। পরে স্বজনরা তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বপনের মা আলেয়া বেগম বলেন, স্বপন ও মাসুমকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাদের ধরে নিয়ে গাছের সাথে বেঁধে পিটানো হয়েছে। এক পর্যায়ে প্রতিপক্ষরা তাদের ছেড়ে দেয়ার বিনিময়ে মোটা অংকের টাকা দাবী করেন। ইউপি সদস্য জাইদুল জানান, আমার সামনে কেই তাদের মারতে আসেনি। স্থানীয়ভাবে মীমাংসার জন্য তাদেরকে পুলিশে দেওয়া হয়নি।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন