শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

চলছে মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ-২০১৫ ‘এবার হবে ইচ্ছেপূরণ’

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চলছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি এর কার্যক্রম ‘আদরে গড়া ভবিষ্যৎ-২০১৫।’ ছোট্ট বাবুরা ও তাদের মায়েদের ঘিরে এ কার্যক্রমের এবারের ট্যাগলাইন হচ্ছে: ‘এবার হবে সবার ইচ্ছেপূরণ।’ বাবুদের ছোট থেকে বড় যে নানা ইচ্ছেগুলো থাকে, এবার সেসব ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে কার্যক্রমটির আয়োজন করেছে মেরিল বেবি। কার্যক্রমটিতে অংশগ্রহণ করাও খুব সহজ। মেরিল বেবি লোশন বা মেরিল বেবি অলিভ অয়েল কিনলেই তার সাথে পাওয়া যাবে একটি বিশেষ ট্যাগ। ট্যাগের নম্বরে কল করে কিছু সহজ প্রশ্নের উত্তর দিলেই বাবা অথবা মা করতে পারবেন তাদের আদরের সোনামণির ইচ্ছেপূরণ। কার্যক্রমটি শুরু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এবং এর মধ্যেই পুরো বাংলাদেশজুড়ে প্রতিদিন শিশুদের ইচ্ছেপূরণ করতে সাহায্য করেছে মেরিল বেবি। সোনামণিরা পেয়েছে বিভিন্ন খেলনা, স্কুল ব্যাগ, ডিজিটাল ক্যামেরা, বাইসাইকেল, পড়ার টেবিল এবং আরো নানা আকর্ষণীয় উপহার। আপনিও চাইলেই কার্যক্রমটিতে অংশগ্রহণ করতে পারেন। ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১৫’ চলবে এপ্রিল ৩০, ২০১৬ পর্যন্ত। উল্লেখ্য যে, মেরিল বেবি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় শিশু পণ্যের ব্র্যান্ড। মেরিল বেবি লোশন ও অলিভ অয়েল বিশেষভাবে শিশুদের নাজুক ত্বকের যতœ নেয়ার জন্য তৈরি করা হয়। স বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন