শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শিপিং করপোরেশনে যুক্ত হবে পাঁচ জাহাজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ৬:৫০ পিএম

চলতি বছরে পাঁচটি বড় আকারের নতুন জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হবে। এছাড়াও ২০১৯ সালের ফেব্রুয়ারির আরও একটি জাহাজ যুক্ত হবে।

বৃহস্পতিবার (০১ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিএসসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, এগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯,০০০ ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। এ বছরের জুলাই ও আগস্টে দু’টি বাল্ক ক্যারিয়ার এবং নভেম্বর ও ডিসেম্বরে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি বাল্ক ক্যারিয়ার চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছবে। চীন সরকারের অর্থায়নে সেদেশে জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে।

গত বছরের অক্টোবরে জাহাজের ম্যাসিভ ফেব্রিকেশন অনুষ্ঠান চীনের শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। জাহাজগুলোর মোট মূল্য এক হাজার চারশ আটচল্লিশ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ এবং বিএসসির নির্বাহী পরিচালক ইয়াসমিন আফসানা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন