শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মুরাদনগরে মাহফিলের আশপাশের বাড়িতে আ’লীগ পুলিশের যৌথ তল্লাশী

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লার মুরাদনগর সদরের একটি এলাকায় ওয়াজ মাহফিল চলাকালে আশে পাশের বাড়িতে আ’লীগ পুলিশের যৌথ আকস্মিক তল্লাশীতে আতঙ্কিত হয়ে পড়ে ঘরে থাকা শিশু, নারী ও বৃদ্ধরা। বুধবার রাতে তল্লাশীর এ ঘটনায় ভয়ে শিশুসহ চারজন অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে রাত সাড়ে ৯টার দিকে মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছের বাড়ি ও আশেপাশের কয়েকটি বাড়িতে পুলিশ তল্লাশী চালায়। এসময় পুলিশের সাথে স্থানীয় আওয়ামী লীগের লোকজনও ছিল। হঠাৎ কোন কারণ ছাড়াই সাধারণ মানুষের বাসা-বাড়িতে পুলিশ ও দলীয় লোকজনের এ ধরনের কর্মকা-ে ঘরে থাকা নারী-শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পুলিশের ভয়ে কাসফিয়া, ছাপন নামের দুই শিশুসহ রুবি বেগম ও সামছুন্নাহার বেগম নামের দুই নারী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন জানান, পুলিশ ও দলীয় লোকজন মাহফিলের কয়েকটি ব্যানার ছিড়ে ফেলে। এসময় মাহফিলে আসতে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন