মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা: নওগাঁ জেলার সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন (২৮) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। শনিবার ভোরে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বিএসএফ’র গুলিতে নিহত জয়নাল আবেদিন উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের মৃত সোহরাব আলীর পুত্র। বিজিবি ও এলাকবাসী সূত্রে জানা গেছে গত শুক্রবার রাতে উপজেলার আদাতলা সীমান্ত এলাকার ৪২৪/১০ আর পিলার এলাকা দিয়ে ওই এলাকার ১০/১২ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। ভোরে ভারত থেকে ফেরার সময় ভারতের প্রায় ছয়শ’ গজ ভেতরে রাঙ্গামাটি ক্যাম্পের ৩১ বিএসএফ সদস্যারা গরু ব্যবসায়ীদের লক্ষ করে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা বাংলাদেশে পালিয়ে এলেও বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে পতœীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্ণেল রফিকুল হাসান পিএসসি এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, ইতোমধ্যেই এ বিষয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পে পত্র প্রদান করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত উভয় দেশের বিজিবি, বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরে ওই এলাকার কয়েকজন বিজিবির কথিত লাইনম্যান বিজিবির সাথে গোপন সখ্যতা গড়ে তুলে রমরমা ভাবে গরু ও বিভিন্ন ব্রান্ডের মাদকদ্রব্য পাচার কাজ পরিচালনা করে আসছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন