বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্রথম মহিলা প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এই বিশ^বিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সাহানা আখতার রহমান। তিনি এ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি (শিক্ষা)-এর শূন্য পদে নিযুক্ত হয়েছেন। গত ০৬ মার্চ প্রেসিডেন্ট ও চ্যান্সেলর তাঁকে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে নব নিযুক্ত প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. সাহানা আখতার রহমান গতকাল দায়িত্ব গ্রহণ করে তাঁর অফিসে কাজে যোগ দিয়েছেন।
ডা. সাহানা আখতার রহমান ১৯৮২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯০ সালে তিনি এফসিপিএস (শিশু) এবং ১৯৯৫ সালে যুক্তরাজ্য থেকে মেডিক্যাল এডুকেশনে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তাঁর স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন