শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নির্বাচনে সহিংসতা স্বীকার করল ইসি

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ব্যাপক সহিংসতার কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ২য় ধাপের ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সোয়া ৭টায় ইসির মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে সহিংসতার কথা স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্র্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের ভোট একটু ভালো হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, দ্বিতীয় ধাপের ভোটে কিছু ইউনিয়ন পরিষদের অনিয়ম-সহিংসতায় সামগ্রিক সফলতাকে ম্লান করে দিয়েছে। প্রথম ধাপের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। কিছু ব্যবস্থা গৃহীত হওয়ায় প্রথম ধাপের তুলনায় এবার একটু ভালো হয়েছে।
অনিয়ম সহিংসতা রোধে ইসির অবস্থানের কথা তুলে ধরে কাজী রকিব বলেন, আমরা প্রতিটি বিষয় নিবিড় পর্যবেক্ষণ করেছি। যেখানে অনিয়ম হয়েছে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে আরো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হবে আশা করি।
বিএনপির ভোট বর্জনের হুমকির বিষয়ে সিইসি জানান, দলটির অনেক দাবিকে তারা আমলে এনেছেন। পরবর্তী ধাপে আরো ভালো নির্বাচনের আশাও করেন তিনি।
নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল তাদের অভিমত দেবে। যে কোনো প্রার্থী, দল তাদের মনোভাব প্রকাশ করবে। আমরা তাদের আশ্বস্ত করেছি-অনিয়ম হলে ব্যবস্থা নেব।
সিইসি অসহায় বিএনপি এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, কে কি দেখলো, না দেখলো, এটা তাদের  বক্তব্য। তাদেরকে জিজ্ঞাসা করেন। পরবর্তীতে পরিস্থিতির উন্নতির পাশাপাশি ভোটার উপস্থিতিও বাড়বে উলেখ করে সিইসি বলেন, আমরা গুণগত মান বাড়াতে চাই, আরো বাড়বে সামনে। অনিয়মকে ছাড় দেব না। তিনি জানান, ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল এ ধাপে। বিশেষ করে নারী ভোটারের লাইন ছিল দীর্ঘ। আগামীতেও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা হবে। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী তাদের সমর্থক সবাইকে ধন্যবাদ জানান কাজী রকিব।
সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন