শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের চিকিৎসায় অর্থ সহায়তা দিল ন্যাশনাল ব্যাংক

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দুরারোগ্য ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত ১৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘মুক্তিযোদ্ধা হাবিবকে বাঁচাতে এগিয়ে আসুন’, শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দেন। চেয়ারম্যানের নির্দেশে ব্যাংকের প্রতিনিধিরা তার পরিবারের সাথে যোগাযোগ করে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের সাথে গত ২০জানুয়ারি দেখা করেন। ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য তার হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন। বুলবুল ক্যান্সার হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. মোয়াররফ হোসেনের সাথে দেখা করে অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন