বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ডিআইইউতে অনুষ্ঠিত হলো গেট ইন দ্যা রিং এর গ্র্যান্ডফিনালে

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

জাকজমকপূর্ণভাবে সম্প্রতি ঢাকায় হোটেল রেডিসান বøুতে বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো গেট ইন দ্যা রিং -এর গ্র্যান্ডফিনালে। ২০১৫-এর গেট ইন দ্যা রিং বিজয়ী ফুড ফর পিপল (এফএফপি)। ড্যাফোডিল গ্রæপের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং আরটিভির সিইও আশিকুর রহমান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এস এম ই ফ্যাকাল্টি কনসালটেন্ট সুকোমল সিংহ চৌধুরী, ওমেরা পেট্রেলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, এফবিসিসিআই- এর সভাপতি ও নিটল নিলয় গ্রæপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ, ঢাকা ইউম্যান্সে অব কমার্স ও ইন্ডাস্ট্রিসের প্রেসিডেন্ট নাজফারহানা আহমেদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মালিক এবং সিইও উপস্থিত ছিলেন। গত ৮ জানুয়ারি, ২০১৬ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ব্যাটেলের মাধ্যমে ১২ প্রতিযোগী থেকে ৮ প্রতিযোগী (ফাইনালিস্ট) নির্বাচিত হয়। এরপর ৮ জন থেকে নির্বাচন করে ফাইনালে ফুড ফর পিপল (এফএফপি চ্যাম্পিয়ান হয়ে রিজিওনাল ফাইনালের জন্যে সৌদি আরবের টিকেট জয় লাভ করেন। ফুড ফর পিপলের সদস্যরা হলেন, সিইও আতিকুর রহমান, কো-ফাউন্ডার নুসরাত জাহান হ্যাপি, ইকবাল হোসেন শিমুল, আনসারা হুমায়রা লিমা। চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা বিশ^বিদ্যালয়, আইবি এ (ঢাকা বিশ^বিদ্যালয়), ব্র্যাক বিশ^বিদ্যালয়, নর্থসাউথ বিশ^বিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হল ফুড ফর পিপল, গেমজট, বাঘের বাচ্চা, দ্যা ব্রিজ, মাইডক্টর, ওয়ানগ্রæফ, দ্রিসা এবং বায়স্কোপ।
চ্যাম্পিয়ান দলকে রিজিনাল ফাইনালের জন্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে সৌদি আরবের রিয়াদে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যে কলোম্বিয়া পাঠানো হবে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার আয়োজন করে দেশের স্বনামধন্য বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং উক্ত প্রতিযোগিতায় স্ট্রাটিজিক পার্টনার ছিল ডেইলি স্টার, ব্রডকাস্টিং এবং অর্গানাইজিং পার্টনার ছিল আরটিভি, রেডিও পার্টনার জাগো এফএম ও নলেজ পার্টনার হাব ঢাকা। স বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন